অন্যান্য খবর রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎকাল

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৯-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৮

বিএনপির একটি প্রতিনিধিদল আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবীর খান জানান, "আগামীকাল বিএনপির প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে, তবে দলে কারা থাকবেন তা এখনো নিশ্চিত নয়। তবে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।"

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে ঢাকার বাইরে রয়েছেন, তবে তিনি আজ সন্ধ্যায় রাজধানীতে ফিরবেন বলে জানিয়েছেন শায়রুল কবীর খান।

আজ বেলা সাড়ে তিনটায় বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে দলের আরও দুই স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও সেলিমা রহমান উপস্থিত থাকবেন।