সকল খবর দেশের খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৩০-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৯

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (৩০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সেনাপ্রধান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

এসময়, সেনাপ্রধান জানান, ঈদের সময় লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, বাসস্ট্যান্ডসহ সব সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। একইসাথে, শিল্পাঞ্চলের মালিকদের সঙ্গে শ্রমিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

অতিরিক্ত, আইএসপিআর জানায়, জুলাই মাসে গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে বাংলাদেশের সব সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন এবং আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্তের কথা প্রধান উপদেষ্টাকে জানানো হয়।

সাক্ষাৎ শেষে, সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের কার্যক্রমের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

এ সাক্ষাৎ বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও মানবিক দিকগুলোর প্রতি সরকারের অব্যাহত সমর্থনকে আরও দৃঢ় করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।