প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৩ জুলাই) এই ডলার কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়। রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কিছুটা কমে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নিলামের মাধ্যমে প্রতি ডলারের দাম ১২১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়, যা বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত বাজারদর ১২০ টাকার চেয়ে কিছুটা বেশি।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই নীতিগত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, "যদি বাজারে ডলারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তাহলে নিলামের মাধ্যমেই আবার ডলার বিক্রি করা হবে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করতে প্রস্তুত।"
এক শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের এক কর্মকর্তা জানান, রোববার ব্যাংকগুলোর নির্ধারিত ডলার বিক্রির হার ছিল গড়ে ১২০ টাকা। অথচ এক সপ্তাহ আগে এ হার ছিল ১২৩ টাকারও বেশি। বাজারে সরবরাহ বাড়ায় ডলারের দর কিছুটা কমেছে বলে তিনি মনে করেন।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে এবং বিনিময় হারের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করবে।