জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের একটি লকার জব্দ করেছে, যেটি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে খোলা বলে দাবি করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংক শাখায় অভিযান চালিয়ে লকারটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।
তিনি সাংবাদিকদের জানান, “লকার নং ১২৮ শেখ হাসিনার নামে খোলা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার হেফাজতে রয়েছে। এনবিআরের একটি বিশেষ দল ব্যাংক কর্তৃপক্ষের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।”
এনবিআর সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র থাকতে পারে। তবে লকারের ভেতরে কী আছে, তা নিশ্চিতভাবে জানা যাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলার পর।
এ বিষয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে ব্যাংক শাখা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তদন্তের স্বার্থে কিছু তথ্য গোপন রাখা হচ্ছে।