রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ইস্কাটনের একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
ডিবি জানিয়েছে, রাজধানীতে ‘মঞ্চ–৭১’ নামে একটি সংগঠনের সঙ্গে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ডিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় আরও জানানো হয়, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের পাশাপাশি রাজধানীতে সংগঠিত একটি ঝটিকা মিছিলে অংশগ্রহণ ও তা পরিচালনার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সাবেক এই উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তার গ্রেপ্তারের খবরে প্রশাসনিক মহলে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। ডিবি সূত্র বলছে, রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার কোনো পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে।
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।