রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যায্য অভিযোগে দায়ের করা ৬ হাজার ৬৮১টি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 'রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত হালনাগাদ তথ্য' শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, গঠিত কমিটি এ পর্যন্ত ৯টি সভায় মোট ৬,৬৮১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এসব মামলায় রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ মানুষের নাম জড়িত ছিল।
সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জন্য জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি পৃথক কমিটি গঠন করে। মন্ত্রণালয় পর্যায়ের কমিটির সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইন ও শৃঙ্খলা বিষয়ক অতিরিক্ত সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের একজন প্রতিনিধি।
জেলা পর্যায়ে কমিটির নেতৃত্বে রয়েছেন সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট। এতে সদস্য হিসেবে পুলিশ সুপার (মহানগরীতে ডেপুটি কমিশনার) এবং পাবলিক প্রসিকিউটরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইন মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগের লক্ষ্য নিরীহ ব্যক্তিদের হয়রানি বন্ধ করে ন্যায়বিচার নিশ্চিত করা। কমিটির সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা বহু মামলা থেকে মুক্তি পাবেন অসংখ্য মানুষ।
মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখলেও তারা দ্রুততম সময়ে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।