ময়মনসিংহে রমজান উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ মার্চ) সকাল ১১টায় ময়মনসিংহ পুলিশ লাইন টিনশেঠ সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মোঃ আশরাফুর রহমান।
সংবাদ সম্মেলনে ডিআইজি ময়মনসিংহ রেঞ্জে মসিক এলাকায় সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যবসায়ী নেতাদের সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানিয়ে বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে না হয় সেদিকে তাদের নজর রাখতে হবে। বিশেষ করে পণ্যের দাম বাড়ানো যাতে না যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, রমজান মাসে বিশেষ করে শপিংমলগুলোতে নিরাপত্তা বাড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা নেওয়া জরুরি। বড় অঙ্কের টাকা বা মূল্যবান জিনিস নিয়ে চলাচল করার সময় পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, রমজান মাসে ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি এবং মলম পার্টির অপতৎপরতা রোধে পুলিশি টহল আরও জোরদার করা হবে। ময়মনসিংহ শহরের অন্যতম সমস্যা যানজট নিয়ে তিনি বলেন, রমজান মাসে যানজট নিরসনে ময়মনসিংহ ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে।
এছাড়া, সাংবাদিকদের মতামত নিয়ে নিরাপত্তা এবং যানজট বিষয়ক বিভিন্ন মতামত গ্রহণ করা হয়। সাংবাদিকদের মধ্যে ছিলেন অমিত দে, জয়নাল আবেদিন, আশিকুর রহমান মিঠু, কামাল, সুলতান রহমান বাপ্পি ও সজীব রাজভর বিপিন।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ এবং পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
ড. আশরাফুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সহযোগিতায় রমজান মাসটি সুন্দরভাবে শেষ হবে এবং ময়মনসিংহ শহরে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।