সকল খবর দেশের খবর

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে জাপান!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৭-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩৫

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় জাপান বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে কক্সবাজারের উখিয়ায় ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, “রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই জাপান মানবিক দিক থেকে রোহিঙ্গাদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।”

ক্যাম্প পরিদর্শনের সময় তিনি চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোহিঙ্গাদের জন্য কার্যকর ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। পাশাপাশি, তিনি এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রদূত শিনিচি ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাপন, স্বাস্থ্যসেবা ও চাহিদা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের প্রথম সচিব ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজু, কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য ডা. ওমর শরীফ ইবনে হাসান, প্রোগ্রাম সমন্বয়কারী হাসি চাকমা, সাদিয়া সামাদ, শাহাদাত হোসেন এবং ডা. মো. নাজমুল প্রমুখ।

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট সূত্রে জানা গেছে, জাপান দূতাবাস ও জাপান প্ল্যাটফর্মের আর্থিক ও কারিগরি সহায়তায় ২০১৭ সাল থেকে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি রোহিঙ্গা জনগণের জন্য জরুরি চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টিকর খাদ্য বিতরণ এবং জনস্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যন্ত সাত লক্ষাধিক রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী এ কেন্দ্র থেকে সেবা গ্রহণ করেছে।