শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১০:০২:৩৮ পিএম
অন্যান্য খবর ধর্ম ও দর্শন

রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কী ?

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ১৩-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০০৮

রোজা রাখা অবস্থায় শ্বাসকষ্টের রোগীদের জন্য ইনহেলার ব্যবহারের বিষয়ে ইসলামী শরিয়তের দিকনির্দেশনা নিয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ইনহেলার স্প্রে মুখের ভেতরে ব্যবহার করলে তা রোজা ভঙ্গ করতে পারে। তবে সঠিক পদ্ধতি মেনে ব্যবহার করলে রোজা অক্ষুণ্ন থাকতে পারে।

ইনহেলার মূলত শ্বাসনালী প্রশস্ত করে শ্বাসকষ্ট দূর করে। এটি স্প্রে করার সময় গ্যাসের মতো মনে হলেও বাস্তবে এটি দেহবিশিষ্ট তরল ওষুধ। শরিয়তের বিধান অনুযায়ী, মুখের ভেতরে কোনো তরল বা বস্তু প্রবেশ করলে রোজা ভেঙে যায়। তবে ইনহেলার স্প্রে করার পর তা গিলে না ফেলে থুতুর সাথে বের করে দিলে রোজা ভঙ্গ হবে না। এভাবে ব্যবহার করলে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি রোজাও অক্ষুণ্ন থাকবে।

চিকিৎসকদের মতে, সেহরির সময় এক ডোজ ইনহেলার নিলে সাধারণত ইফতার পর্যন্ত আর ইনহেলার ব্যবহারের প্রয়োজন পড়ে না। তবে কারও শ্বাসকষ্ট যদি মারাত্মক পর্যায়ে পৌঁছায় এবং ইনহেলার ব্যবহার না করলে ইফতার পর্যন্ত অপেক্ষা করা কষ্টকর হয়, তবে প্রয়োজনে ইনহেলার ব্যবহার করা যাবে। তবে পরবর্তীতে রোজা কাজা করে নিতে হবে। কাজা করা সম্ভব না হলে ফিদিয়া আদায় করতে হবে।

এছাড়া ইনহেলারের বিকল্প হিসেবে ইনজেকশন ব্যবহারেরও সুযোগ রয়েছে। রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভাঙে না বলে ইসলামী শরিয়তে উল্লেখ রয়েছে।

ইসলামী বিশেষজ্ঞরা বলছেন, রোজা রাখা অবস্থায় স্বাস্থ্যগত জটিলতা দেখা দিলে শরিয়তের বিধান মেনে চলা জরুরি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনহেলার বা অন্যান্য চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা উচিত।

সূত্র: (ক) ইবনে আবিদিন, খ. ২, পৃ. ৩৯৫; (খ) ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান, পৃ. ৩২৫।