রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। ঘটনার সময় সড়কে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয়, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে জড়ো হয়। দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে, এতে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, কলেজ ছুটির পর হঠাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
এদিকে রমনা বিভাগের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সংঘর্ষ ঠেকাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সায়েন্স ল্যাব এলাকা, যা প্রতিদিন হাজারো মানুষের চলাচলের পথ, সেখানে এমন হঠাৎ উত্তেজনায় জনসাধারণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার কারণে এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।
পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি ট্রাফিক বিভাগও তৎপর রয়েছে।