সকল খবর দেশের খবর

সচিবালয়ে শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৫-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৩

ঈদের আগে বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে টানা তিন দিন ধরে শ্রম মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা। গতকাল (২৪ মার্চ) নয়া পল্টনের সামনে সড়ক অবরোধের পর আজ মঙ্গলবার (২৫ মার্চ) শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজয়নগরের সামনে পুলিশ প্রথমে শ্রমিকদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যান। পরে তোপখানা রোডে পৌঁছালে পুলিশ পুনরায় বাধা দিলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়, আর শ্রমিকরা পাল্টা প্রতিক্রিয়ায় ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে তারা আবারও শ্রম ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। সংঘর্ষে কয়েকজন শ্রমিক ও তিনজন পুলিশ কনস্টেবল আহত হন।

আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা অংশ নিয়েছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, "আমাদের দাবি আদায় না হলে আন্দোলন চলবে। প্রয়োজনে ঈদের দিন প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।"

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, সংঘর্ষে আহত তিন পুলিশ সদস্যকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।