অন্যান্য খবর আইন-আদালত

শেখ হাসিনার হত্যাচেষ্টা মামলায় আসামিরা খালাস

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৫-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১৫৩

অনিন্দ্যবাংলা ডেস্ক: পাবনা, ৫ ফেব্রুয়ারি ২০২৫: তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট রায় দিয়েছেন। ৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ ২৫ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়েছে আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালত তাদের পর্যবেক্ষণে বলেন, "মামলাটি ছিল বিদ্বেষমূলক, তিলকে তাল করা হয়েছে। বিচারিক আদালতের রায় ছিল অমানবিক।"

এই মামলার ঘটনা ১৯৯৪ সালে সংঘটিত হয়, যখন শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা হিসেবে ২৩ সেপ্টেম্বর ট্রেন মার্চের অংশ হিসেবে ঈশ্বরদী রেলস্টেশনে উপস্থিত হন। সেই সময় তার দিকে গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটে, যা পরে হত্যাচেষ্টার মামলায় পরিণত হয়।

পাবনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২০১৯ সালের ৩ জুলাই ৯ জনকে মৃত্যুদণ্ড ও ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে, আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে যে, আসামিদের মধ্যে পাঁচজন মারা গেছেন।

আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

এই রায় নিয়ে আইনজীবীরা আশাবাদ ব্যক্ত করেছেন, কিন্তু মামলার এ জটিলতা ও রাজনৈতিক পটভূমি দেশের বিচারব্যবস্থায় নতুন আলোচনার সৃষ্টি করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।