সকল খবর দেশের খবর

শেখ হাসিনার জন্য দিল্লিতে নথি পাঠিয়েছে বাংলাদেশ

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৩-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১৫২

বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারকে পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, "ঢাকা কর্তৃপক্ষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। এখন ভারতের উত্তর প্রত্যাশা করা হচ্ছে। কূটনৈতিক চিঠির সঙ্গে সব প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।"

তিনি আরও জানান, শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশ রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রতীক্ষায় থাকবে। একইসাথে ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফিরিয়ে আনার বিষয়েও সরকার আন্তর্জাতিক নিয়ম অনুসরণের বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করবে।

এছাড়া, তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনকে জুলাই মাসের গণঅভ্যুত্থান বিষয়ে প্রতিবেদন প্রেরণের জন্য ধন্যবাদ জানান।