অনিন্দ্যবাংলা ডেস্ক: নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় অবৈধভাবে সিগারেট মজুদ করে বেশি দামে বিক্রির দায়ে একজনকে কারাদণ্ড এবং দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সিগারেট রাখার গুদামটি সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পৌর শহরের মার্কাজ রোডে মেসার্স শশী মোহন রায়ের সিগারেটের গুদামে অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
দণ্ডপ্রাপ্তরা হলেন— সিগারেট ব্যবসায়ী মেসার্স শশী মোহন রায়ের প্রতিষ্ঠানের সুপারভাইজার খন্দকার দেলোয়ার (২৫), ম্যানেজার খালেদ সাইফুল্লাহ (২৫) এবং বিক্রয় প্রতিনিধি আতাউর রহমান নুরনবী (৩৪)। তাদের মধ্যে দেলোয়ারকে পাঁচ দিনের কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা, সাইফুল্লাহকে ৫০ হাজার টাকা এবং নুরনবীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার এম এ কাদের জানান, জেলা শহরের ব্যবসায়ী শশী মোহন রায়ের বিভিন্ন সিগারেটের ডিলারশিপ রয়েছে। তিনি মোহনগঞ্জের একটি ভাড়া বাসায় সিগারেট গুদামজাত করে আশপাশের কয়েক উপজেলায় ব্যবসা পরিচালনা করতেন। ওই গুদামে আগের দামে কেনা সিগারেট অবৈধভাবে মজুদ করে সম্প্রতি ডিলারের লোকজন প্রতি প্যাকেট সিগারেটের মূল্যের চেয়ে ৪০-৫০ টাকা বেশি দামে বিক্রি করছিল। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সিগারেটের অতিরিক্ত দামে বিক্রির অপরাধে তিনজনকে আটক করে এবং জরিমানা ও কারাদণ্ড প্রদান করে।