সকল খবর দেশের খবর

শিক্ষার্থীদের দাবির মুখে কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৪-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৭

চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলম। গত বুধবার (২৩ এপ্রিল) রাতে তারা স্বেচ্ছায় পদত্যাগপত্র শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেন।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, “সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল পরিস্থিতি সামাল দিতে। তবে তা কাঙ্ক্ষিত সমাধানে পৌঁছায়নি। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপাচার্য ও উপ-উপাচার্যকে বিবেচনার জন্য পদত্যাগের অনুরোধ জানানো হয়। তারই প্রেক্ষিতে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন।”

সূত্র জানায়, নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র দুটি বর্তমানে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। রাষ্ট্রপতি, যিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য, তা অনুমোদন করলে পদত্যাগগুলো কার্যকর হবে।

উল্লেখ্য, সম্প্রতি কুয়েট ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, প্রশাসনিক জটিলতা ও অসন্তোষ নিয়ে শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলন করে আসছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণের দাবি জানান।

এই পদত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন আংশিকভাবে সাফল্য পেলেও, সামগ্রিক পরিবেশ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থী ও শিক্ষক মহলে এই সিদ্ধান্ত মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে দ্রুত বিকল্প প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।