অন্যান্য খবর আইন-আদালত

স্কুলছাত্রীকে ধর্ষণ, হত্যার পর ঝলসানো হয় মুখ

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৬-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩৫

পাবনার চাটমোহর উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার পর গতকাল মঙ্গলবার হরিপুর ইউনিয়নের একটি ভুট্টাক্ষেত থেকে তার ঝলসে যাওয়া মুখ ও বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এবং সে স্থানীয় একটি হেফজখানার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।  

স্বজনরা জানান, পহেলা বৈশাখের দিন বিকেলে দাদাবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশুটি। এরপর আর ফেরেনি। পরদিন ভুট্টাক্ষেতে তার লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার পর তার মুখ ঝলসে দেওয়া হয়েছে। স্থানীয়রা মনে করেন, এসিড ব্যবহার করা হতে পারে। চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, লাশ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।  

ফেনীতে থাইল্যান্ডের এক নাগরিককে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠেছে। মোখসুদুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, থাই নারীটি হংকংয়ে ব্যবসা করতেন, যেখানে মোখসুদুরের সঙ্গে তার পরিচয় হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বাংলাদেশে এনে ধর্ষণ ও নির্যাতন করা হয়। সর্বশেষ ১৩ এপ্রিল তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।  

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে দোকানদার উলফাত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীরা সালিশ করে ঘটনা ধামাচাপা দিতে চেয়েছেন। ভুক্তভোগীর পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার পর পুলিশ উলফাতকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।  

কলমাকান্দা উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানদার মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। জানুয়ারি মাসে কয়েক দফায় ধর্ষণের পর মঙ্গলবার মামলাটি নথিবদ্ধ হয়।  

টঙ্গিবাড়ী উপজেলায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে বাবু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ মার্চ ঘটনাটি ঘটলে অভিযুক্ত পালিয়ে যায়, তবে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।  

এসব ঘটনায় দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও সামাজিক সচেতনতা বাড়ানোর দাবি উঠেছে।

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)