সকল খবর দেশের খবর

শরীয়তপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৫-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৫

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে জাজিরা উপজেলার দূর্বাডাঙ্গা এলাকায় এ সংঘর্ষ ঘটে, যেখানে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কুদ্দুস বেপারীর সমর্থক এবং জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরেই শনিবার সকালে দুটি পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় প্রচুর হাতবোমা ফাটানো হয়, যা এলাকার পরিবেশকে তীব্র অশান্ত করে তোলে।

এদিকে, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হলেও সংঘর্ষের সময় বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা উত্তেজনার সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়, এর আগেও একাধিকবার এলাকায় অশান্তি সৃষ্টি হয়েছে।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ জানান, কুদ্দুস বেপারী এবং জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই বিরোধকে কেন্দ্র করে আজ সকাল ৭টা নাগাদ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মাঠে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরও জানান, এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।