যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং এখন এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পাওয়ার পরই দেশে স্টারলিংকের কার্যক্রম শুরু হবে।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। তিনি বলেন, "আগামী ৯ এপ্রিল থেকে ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। এই সম্মেলনে স্টারলিংক ডিভাইস ব্যবহার করা হবে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টারলিংক সার্ভিস প্রদান করবে। সম্মেলনের লাইভ প্রোগ্রামগুলোও স্টারলিংকের মাধ্যমে সম্প্রচার করা হবে।"
আশিক চৌধুরী আরও বলেন, "যারা সম্মেলনে অংশগ্রহণ করবেন, তারা পার্সোনাল ডিভাইসের মাধ্যমে স্টারলিংকের সেবা ব্যবহার করে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।"
বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে বিডা চেয়ারম্যান বলেন, "স্টারলিংক ইতিমধ্যেই বিডা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। তাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে এনজিএসও লাইসেন্সের জন্য আবেদন করা। আমরা আশা করি, দ্রুত সময়ের মধ্যে এই লাইসেন্স প্রদান করা হবে।"
তিনি আরও জানান, "লাইসেন্স পাওয়ার পর পরই স্টারলিংক কমার্শিয়াল অপারেশনে চলে যাবে। সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি ছিল যে, ৯০ দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরু হবে। লাইসেন্স পেয়ে স্টারলিংক কার্যক্রম শুরু করতে প্রস্তুত।"
এছাড়া, স্টারলিংক-এর প্রবৃদ্ধির মাধ্যমে দেশে ডিজিটাল সেবার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে।