আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার খসড়া চূড়ান্ত করেছে, যা রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে অধ্যাদেশ আকারে কার্যকর হবে। এই সচিবালয় সুপ্রিম কোর্টের অধীনে পরিচালিত হবে এবং এর সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। তবে এটি সরকারের কোন মন্ত্রণালয় বা বিভাগাধীন থাকবে না।
খসড়ায় বলা হয়েছে, এই সচিবালয়ের মাধ্যমে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধানসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। তবে ১১৬ অনুচ্ছেদের কারণে এই সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে কিছু আইনি অস্বচ্ছতা রয়েছে। আইনজ্ঞরা মনে করছেন, ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগের নিয়ন্ত্রণের বিষয়টি পুনর্বিবেচনা করতে হতে পারে।
এদিকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যাতে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে। সেক্ষেত্রে এই সচিবালয় প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
নতুন খসড়া অনুযায়ী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রধান হিসেবে একজন সচিব থাকবেন, যিনি সরকারের সিনিয়র সচিবের সমমর্যাদা ভোগ করবেন। এই সচিবালয় অধস্তন আদালত ও বিচারকদের নিয়োগ, বদলি, শৃঙ্খলা এবং অন্যান্য প্রশাসনিক বিষয়গুলো দেখভাল করবে।
তবে, বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধন বা পুনর্বহাল হলে এই উদ্যোগের আইনি বাধা দূর হবে বলে মনে করছেন আইনজ্ঞরা।