অন্যান্য খবর রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে এখনো সংশয় রয়েছে: বিএনপির রিজভী

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৩১-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০০৩

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো পুরোপুরি নিশ্চিত নয় বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে বর্তমান নির্বাচন কমিশন এ ধরনের নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে—এমন আশাবাদও প্রকাশ করেছেন তিনি।

রোববার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপির এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো কিছু দোসর রয়ে গেছে, যারা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে। এ বিষয়গুলো নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি।”

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আশ্বাস পেয়েছেন বলেও জানান রিজভী। তিনি বলেন, “কমিশন জানিয়েছে, তারা নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। আমরা আশাবাদী, বর্তমান কমিশন সেই লক্ষ্য পূরণে সফল হবে।”

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়েও মতামত দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর পিআর পদ্ধতি নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান থাকতে পারে। আমরাও পূর্বে এই পদ্ধতির নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা তুলে ধরেছি।”

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে কমিশন।