সকল খবর দেশের খবর

স্বাস্থ্য মন্ত্রণালয় ২৯ জন সিভিল সার্জনকে ওএসডি ঘোষণা

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ৩-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ঘোষণা করেছে। রবিবার (২ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন, না হলে ৯ মার্চ থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।

ওএসডি ঘোষিত সিভিল সার্জনদের মধ্যে বরিশাল, কুষ্টিয়া, শরিয়তপুর, সিলেট, নোয়াখালী, পিরোজপুর, কক্সবাজার, ঝালকাঠি, ফেনী, পাবনা, শেরপুর, জামালপুর, পটুয়াখালী, মেহেরপুর, নেত্রকোণা, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, গাজীপুর, কিশোরগঞ্জ, বরগুনা, নওগাঁ, রংপুর, নীলফামারী, মানিকগঞ্জ, লালমনিরহাট, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার সিভিল সার্জনরা রয়েছেন।

এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, কুষ্টিয়ার ডা. মো. আকুল উদ্দিন, সিলেটের ডা. মনিসর চৌধুরী, গাজীপুরের ডা. মাহমুদা আখতার, ও রংপুরের ডা. মোস্তফা জামান চৌধুরী।

এই পদক্ষেপের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রশাসনিক পরিবর্তন এবং কর্মক্ষমতার উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে।