অন্যান্য খবর আইন-আদালত

টাঙ্গাইলে সন্তান বিক্রি: পুলিশের অভিযানে উদ্ধার শিশুটি!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৯-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৮

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পুন্ডুরা শেওড়াতলায় ৪ মাসের শিশুকে ৪০ হাজার টাকায় বিক্রি করে গহনা, মোবাইল ফোন ও জুতা কিনে নেয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার শিশুটির বাবা অভিযোগ করলে রাতভর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুনরায় তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধুপুর পৌর শহরের পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুর উপজেলার বলাটা গ্রামের লিটন মিয়ারের মেয়ে লাবনী আক্তার লিজার ২ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকেই স্বামী রবিউল ইসলামের আর্থিক অসচ্ছলতার কারণে তাদের মধ্যে কলহ শুরু হয়। এর মধ্যেই ৪ মাস আগে তাদের ঘরে একটি পুত্রসন্তান জন্ম নেয়।

শিশুর বাবা রবিউল ইসলাম জানান, শিশুর জন্মের পর প্রথমে কিছুটা শান্তি ফিরে আসে, তবে পরে লাবনী সন্তানকে নিয়ে তার বোনের বাড়ি ভূঞাপুর চলে যায়। একাধিকবার বাসায় ফিরে আসার জন্য অনুরোধ করা হলেও তিনি ফিরেননি। এরপর একদিন তিনি জানিয়ে দেন, তিনি আর সংসার করবেন না। তারপর গত বৃহস্পতিবার শিশুটির বিক্রির খবর পাওয়া যায়।

রবিউল আরও বলেন, “ছেলেকে বিক্রি করার বিষয়টি স্বীকার করার পর আমি পুলিশকে জানালে তারা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।"

শিশুর মা লাবনী আক্তার লিজা জানান, "আমার মাথা ঠিক ছিল না। মনির নামের একজনের মাধ্যমে আমি ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকায় ছেলেটিকে বিক্রি করি। সেই টাকা দিয়ে মোবাইল ফোন, নূপুর ও নাকের নথ কিনেছি। এটি আমার ভুল ছিল, আমি অনুতপ্ত।"

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, “গত বৃহস্পতিবার শিশুটির বাবা আমাদের জানালে আমরা দ্রুত অভিযান চালাই। শিশুটিকে উদ্ধার করে তার পরিবারকে ফিরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা ভালো রয়েছে।”

এ ঘটনায় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, লাবনী আক্তার লিজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শিশুটির পরিবারের সদস্যরা আশা করছেন, এই ঘটনায় জড়িতদের শাস্তি হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।