কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে দলকে নেতৃত্ব দিতে তারেক রহমান শিগগিরই দেশে অবস্থান নেবেন। একইসঙ্গে তিনি বলেন, “যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে।”
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “পতিত স্বৈরাচার এখন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, জনগণের অধিকার হরণ করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ আর প্রতারণা মেনে নেবে না।”
ডা. জাহিদ হোসেন আরও বলেন, “যারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই আজ নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে।” তিনি সংবিধান নিয়ে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির আলোচনা প্রসঙ্গে বলেন, “সংবিধান কারও খেয়ালখুশিমতো ডাস্টবিনে ফেলে দেওয়ার বিষয় নয়। সংবিধানের মর্যাদা রক্ষা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই হওয়া উচিত সবার অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “এখন আবেগ দিয়ে নয়, বাস্তবতা ও জনমতের প্রতি সম্মান রেখেই দেশের রাজনীতি পরিচালিত হওয়া দরকার। বিএনপি গণতন্ত্রের পক্ষে, গণমানুষের অধিকার আদায়ের জন্য প্রস্তুত।”
এ সময় বিএনপি নেতারা বলেন, আসন্ন নির্বাচনে দলের সক্রিয় অংশগ্রহণ এবং তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে নতুন রাজনৈতিক গতিপথ তৈরি হবে।