সকল খবর দেশের খবর

তিতুমীর শিক্ষার্থীদের সড়ক ও রেললাইন অবরোধ

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৩-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৯

অনিন্দ্যবাংলা: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন। এর ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনও আটকে যায়।

ঘটনা সূত্রে জানা যায়, উপকূল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩টা ২৫ মিনিটে ছেড়ে আসে। কিন্তু রেলগেটে লাল পতাকা প্রদর্শনের ফলে ট্রেনের লোকোমাস্টার দ্রুত ট্রেনটি থামাতে সক্ষম হন। ট্রেনটির গতি তখন আনুমানিক ৩০ কিলোমিটার ছিল।

এর আগে, শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এ ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল এবং মহাখালী আমতলী মোড় ও রেলগেট এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। তারা বিভিন্ন কর্মসূচি যেমন মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান ও ক্লাস বর্জনসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।