ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড, ট্রান্সকম ফুডস লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠান তাদের বার্ষিক লভ্যাংশের ০.৫ শতাংশ শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান করেছে। মোট ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৪৮৬ টাকা সরকার নির্ধারিত এই তহবিলে জমা হয়েছে।
গতকাল রোববার, ২৩ মার্চ, সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান আনুষ্ঠানিকভাবে ট্রান্সকম গ্রুপের পক্ষ থেকে এই চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ট্রান্সকম লিমিটেডের করপোরেট মানবসম্পদ বিভাগের প্রধান মো. সাব্বির আলী, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মানবসম্পদ প্রধান মো. রফিকুল ইসলাম ও ট্রান্সকম লিমিটেডের অর্থ বিভাগের উপব্যবস্থাপক এইচ এম রুমান উদ্দিন। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান ট্রান্সকম গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “ট্রান্সকম গ্রুপ শুরু থেকেই নৈতিকতার মানদণ্ড মেনে চলে, এবং এর প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের প্রতিষ্ঠিত নীতির অনুসরণ করছে।” তিনি আরও বলেন, "এই উদ্যোগ দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এটি শ্রমিক কল্যাণে এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেবে।"
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে অসহায় শ্রমিকদের সহায়তা, মৃত শ্রমিকদের পরিবারের জন্য অনুদান, শিক্ষাবৃত্তি প্রদান ও জরুরি চিকিৎসা ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করা হয়। ট্রান্সকম গ্রুপ ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
এটি শ্রমিক কল্যাণে ট্রান্সকম গ্রুপের অবদান এবং তাদের সামাজিক দায়িত্ববোধের আরেকটি দৃষ্টান্ত হয়ে উঠলো।