অন্যান্য খবর অর্থনীতি

উদ্বোধনের আগেই ফাটল, হেলে পড়েছে বাবুগঞ্জে নির্মাণাধীন কালভার্ট

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৪-৯-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত একটি বক্স কালভার্ট উদ্বোধনের আগেই ফাটল ধরেছে এবং একপাশে হেলে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং তড়িঘড়ি করে কাজ শেষ করার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন খালের ওপর প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কালভার্টটি। কাজ বাস্তবায়ন করছে ‘সালেহা কবির এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার ঠিকাদার মো. মনির।

স্থানীয়দের দাবি, ১৬ মিলিমিটার রড ব্যবহারের কথা থাকলেও রাতের অন্ধকারে ১২ মিলিমিটার রড দিয়ে বেইজের কাজ করা হয়। দ্রুত কাজ বুঝিয়ে দেওয়ার চাপে দিন-রাত কাজ চলেছে। পরে সমালোচনা শুরু হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ কাজ বন্ধ রেখে শুধু দিনের বেলায় কাজ চালানোর নির্দেশ দেন। কিন্তু কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই চারটি গাইড ওয়ালে ফাটল দেখা দেয়, হেলে পড়ে পুরো কাঠামো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফাটল ধরা অংশে বালু ও সিমেন্টের প্রলেপ দিয়ে তড়িঘড়ি করে ঢেকে রাখা হয়েছে। এ অবস্থায় সংযোগ সড়কের নির্মাণ কাজ চললেও কালভার্টের স্থায়িত্ব নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয়রা অভিযোগ করেন, ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে সরকারি অর্থ অপচয় করেছেন। এ বিষয়ে ঠিকাদার মো. মনিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সোহেল হোসেন বলেন, “কালভার্টটির কাজ এখনও হস্তান্তর হয়নি এবং কোনো বিলও প্রদান করা হয়নি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ইউএনও ফারুক আহমেদ বলেন, “রাতে কাজ করার অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং দিনে কাজ চালানোর নির্দেশ দিয়েছিলাম। এখন ফাটলের ভিডিও হাতে পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি অর্থে নির্মিত অবকাঠামোর মান নিয়ে প্রশ্ন উঠায় স্থানীয়দের পাশাপাশি সচেতন মহলেও ক্ষোভ বিরাজ করছে।