প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪১তম সভায় তিনটি গুরুত্বপূর্ণ খাত– বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও আইন– সংশ্লিষ্ট নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভা-পরবর্তী এক তথ্য বিবরণীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
সভায় অনুমোদিত নীতিমালাগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভাগের ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন/বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’। এ নীতিমালার মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে পরিবেশবান্ধব ও টেকসই বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে প্রণীত ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’ খসড়াটিও সভায় অনুমোদন পেয়েছে। নীতিমালাটি দেশের ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী করতে, নেটওয়ার্ক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং লাইসেন্স ব্যবস্থাপনাকে যুগোপযোগী করতেই প্রণয়ন করা হয়েছে।
এ ছাড়া আইন ও বিচার বিভাগের ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও সভায় অনুমোদিত হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, এই সংশোধনী আন্তর্জাতিক অপরাধ বিচারের প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়তা করবে।
তবে এসব খসড়া নীতিমালার চূড়ান্ত অনুমোদনের আগে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরই এগুলো সরকারিভাবে কার্যকর হবে।
সভায় সংশ্লিষ্ট বিভাগের উপদেষ্টা, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, "সুশাসন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সময়োপযোগী নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি। এই সিদ্ধান্তগুলো দেশের সার্বিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে বলে আমরা আশাবাদী।"