অন্যান্য খবর আইন-আদালত

ঊর্মির মানহানি মামলায় বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৪-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬২

অনিন্দ্যবাংলা ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মানহানির মামলায় বরখাস্ত হওয়া সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের এই আদেশ দেন।

এর আগে ২৬ জানুয়ারি একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। ওইদিন তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর করে মামলার শুনানি ৪ ফেব্রুয়ারি পুনরায় নির্ধারণ করেন।

এ ঘটনায় ৮ অক্টোবর, গণ অধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড ও পর্যালোচনা শেষে ২৮ নভেম্বর ঊর্মির বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি আবু সাঈদ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন। এর পর ১৪ অক্টোবর, ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার পর, সরকার তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।

এদিকে, আদালতের এ আদেশের পর তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।