সকল খবর ময়মনসিংহের খবর

ভালুকায় মা ও দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৪-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৯৫

ময়মনসিংহের ভালুকা পৌরসভার একটি বাসা থেকে এক মা ও তার দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—ময়না খাতুন (৩০), তার মেয়ে রাইসা আক্তার (৪) এবং ছেলে মো. নিরব (২)। নিহত ময়না খাতুন ভালুকা পৌর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলামের স্ত্রী।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার (১৩ জুলাই) রাতের কোনো এক সময় কিংবা সোমবার ভোররাতে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।

তিনি আরও বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।