সকল খবর দেশের খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবীর আহ্বান প্রধান উপদেষ্টা!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২২-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৪

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী গড়ে তোলা। এ পৃথিবী গঠিত হবে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণে, যা আগামী দিনের সর্বজনীন স্থায়িত্ব নিশ্চিত করবে।

মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আন্তর্জাতিক “আর্থনা শীর্ষ সম্মেলন”-এ প্রধান উপদেষ্টা এই কথা বলেন। সেখানে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং ভবিষ্যতের নেতৃত্ব ও বৈশ্বিক অংশীদারিত্বের বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের পেছনে ফেলে যাওয়া নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করাই হবে আমাদের সঠিক সিদ্ধান্ত।

এর আগে সোমবার (স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে) হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। বিমানবন্দরে কাতারের রাষ্ট্রীয় প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে স্বাগত জানান।

শীর্ষ সম্মেলনের উদ্বোধনী পর্বে ড. ইউনূসকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কাতারের একাধিক মন্ত্রী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, সবুজ অর্থনীতি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন—এই তিনটি বিষয়কে সামনে রেখে সম্মেলনের বিভিন্ন পর্বে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক এবং উন্নয়ন বিশেষজ্ঞরা।

ড. ইউনূসের অংশগ্রহণকে সম্মেলনের আয়োজকেরা বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করেছেন।