ভূমিসেবা খাতে উদ্ভাবনী ও জনবান্ধব পরিবর্তনের অংশ হিসেবে ুভূমিসেবা সহায়তা কেন্দ্রের পাইলটিং কার্যক্রম বাস্তবায়ন” বিষয়ক একটি জাতীয় কনফারেন্স আজ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই সম্মেলনে মাঠপর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন।
কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান জনাব এ জে এম সালাহ উদ্দিন নাগরী। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ, বিভাগীয় কমিশনারগণ এবং মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা কনফারেন্সে উপস্থিত ছিলেন।
সভার আলোচনায় ভূমিসেবা সহায়তা কেন্দ্রের কাঠামো, সেবাপ্রদান প্রক্রিয়া, ডিজিটাল সেবার প্রসার এবং মাঠপর্যায়ে এসব সেবার বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা নাগরিকবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে প্রযুক্তি-নির্ভর ব্যবস্থা গ্রহণ, প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলা এবং মাঠপর্যায়ের জবাবদিহিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সিনিয়র সচিব সালেহ আহমেদ তার বক্তব্যে বলেন, ুভূমিসেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে—সে লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে সংস্কার কার্যক্রম গ্রহণ করছি। ভূমিসেবা সহায়তা কেন্দ্র হবে ডিজিটাল ও সাশ্রয়ী সেবার অন্যতম স্তম্ভ।”
এই কনফারেন্সের মধ্য দিয়ে দেশের ভূমিসেবা খাতে স্বচ্ছতা, গতিশীলতা এবং নাগরিক সন্তুষ্টি অর্জনের দিকেই অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক গঠিত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।