মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম জানিয়েছেন, দেশে বিভিন্ন অঞ্চলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জেলার প্রশাসন মুক্তিযোদ্ধাদের ব্যাপারে সোচ্চার রয়েছে এবং সুনির্দিষ্ট নির্দেশনা চাওয়া হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য।
সোমবার ডিসি সম্মেলনের শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা জানান, "জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) পুনর্গঠন করা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় সংশোধনী আনা হচ্ছে। সংশোধনী কার্যকর হলে মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠিত হবে এবং জেলায় জেলায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করা হবে।"
এদিকে, উপদেষ্টা ফারুক-ই আজম জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন প্রক্রিয়ার কথা জানিয়ে বলেন, "এ সপ্তাহের মধ্যে এটি গঠন করা হবে এবং একটি নীতিমালাও তৈরি হচ্ছে। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য সরকারী সুবিধা দেওয়ার জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।"
তিনি আরো জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তির পরিবার ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র পাবেন। আহতদের জন্য থাকবে পরিচয়পত্র, আজীবন ভাতা এবং চিকিৎসা সুবিধা। গুরুতর আহতরা এককালীন ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন, আর এক অঙ্গহানির শিকার ব্যক্তিরা এককালীন ৩ লাখ টাকা এবং ১৫ হাজার টাকা মাসিক ভাতা পাবেন।
এই উদ্যোগগুলির মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদদের সম্মান পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সরকার, বললেন উপদেষ্টা ফারুক-ই আজম।